
রবিবার ২৫ মে ২০২৫
সম্পূর্ণা চক্রবর্তী: 'অপারেশন সিঁদুর' এর রেশ কলকাতা নাইট রাইডার্স-চেন্নাই সুপার কিংস ম্যাচে। খেলা শুরু হওয়ার আগে হল জাতীয় সঙ্গীত। সম্মান জানানো হয় ভারতীয় সেনাবাহিনীকে। দুই দলের ক্রিকেটাররাই জাতীয় সঙ্গীতে গলা মেলান। সাধারণত আইপিএলের ম্যাচের আগে জাতীয় সঙ্গীত হয় না। কিন্তু এদিন জাতীয় সঙ্গীতের মাধ্যমে শ্রদ্ধা জানানো হল ভারতীয় সেনাবাহিনীকে। ইডেনের জায়ান্ট স্ক্রিনে ভেসে ওঠে, 'স্যালুট টু ইন্ডিয়ান আর্মড ফোর্স। আমাদের সেনাবাহিনীকে নিয়ে আমরা গর্বিত।' ইডেনের বাইরেও 'অপারেশন সিঁদুর' নিয়ে পোস্টার চোখে পড়ে। জাতীয় পতাকা এবং একটি পোস্টার নিয়ে হাজির ছিলেন একদল সমর্থক। পোস্টারে লেখা, 'ধন্যবাদ ভারতীয় সেনাবাহিনী।' বুধবার দেশজুড়ে চলে মক ড্রিল। তবে তার কোনও প্রভাব ইডেনে পড়েনি। শোনা গিয়েছিল দশ মিনিটের জন্য নিভে যেতে পারে ইডেনের ফ্লাডলাইট। কিন্তু তেমন কিছু হয়নি। তবে 'অপারেশন সিঁদুর'এর রেশ ছিল।
চিপক না ইডেন? ক্রিকেটের নন্দনকাননে পা রাখলে এই প্রশ্ন মনে হতে বাধ্য। অবশ্য সেটা মনে হওয়ার জন্য ইডেনে প্রবেশ করা পর্যন্ত অপেক্ষা করতে হবে না। গোষ্ঠ পাল সরণির অনেক আগে থেকেই শুরু হলুদ ঢেউ। কেকেআরের হোম ম্যাচ। কিন্তু জার্সি বিকোচ্ছে চেন্নাইয়ের। ইডেন চত্বরের শয়ে শয়ে ধোনি। সকলের জার্সি নম্বর সাত। পিঠে লেখা ধোনি। অবশ্য এই চিত্র অপ্রত্যাশিত নয়। আগের আইপিএলে সরষে ক্ষেতে পরিণত হয়েছিল ইডেন। চারিদিকে হলুদ আর হলুদ। মাঝে ছিঁটেফোঁটা বেগুনি। সেই আশঙ্কা ছিল। তাই এবার এই পরিস্থিতি সামাল দিতে বিশেষ ব্যবস্থা করে কেকেআর ম্যানেজমেন্ট। গোটা স্টেডিয়ামে প্রত্যেক সিটে পতাকা থাকেই। এবার ক্লাব হাউজে দেওয়া হয় কেকেআরের জার্সি এবং ভেপু। কিন্তু তাতে হলদু ঢেউ থামেনি। ধোনির অপেক্ষারত ছিল ইডেন।
আগের দু'দিন স্টেডিয়াম মুখী হননি। অপেক্ষা দীর্ঘায়িত হয়। সবাই প্রহর গুনছিল। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ এল সন্ধে সাড়ে ছ'টা নাগাদ। মাঠে প্রবেশ করেন এমএস ধোনি। পরনে হলুদ প্যান্ট এবং নীল প্র্যাকটিস জার্সি। পরে টসের আগে এই জার্সি বদলেই দলের জার্সি পরেন। ইডেনে নেমেই সতীর্থদের সঙ্গে ফুটবলে মাতেন। তারপর কিছুক্ষণ চলে স্ট্রেচিং। ততক্ষণে 'ধোনি ধোনি' ধ্বনিতে গর্জে উঠেছে ইডেন। জাতীয় সঙ্গীত শুরুর ঠিক আগেও ধোনির নামে ওঠে জয়ধ্বনি। টসের পর চেন্নাইয়ের অধিনায়ক জানান, ইডেন তাঁর দ্বিতীয় হোম গ্রাউন্ড। এই মাঠে অনেক ক্রিকেট খেলেছেন। অনূর্ধ্ব-১৫, অনূর্ধ্ব-১৭, অনূর্ধ্ব-১৯ থেকে শুরু করে ক্লাব ক্রিকেট, অফিস ক্রিকেট খেলেন। ইডেনে খেলতে তিনি ভালবাসেন। এবারই কি ক্রিকেটের নন্দনকানন শেষবার দেখছে 'ক্রিকেটার ধোনি 'কে? এটাই লাখ টাকার প্রশ্ন।